শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ, অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ আনেন প্রযোজক রহমত উল্ল্যাহ। যা নিয়ে তিনি বিচার দাবি করেন দেশের কয়েকটি চলচ্চিত্র সংগঠনের কাছে। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্ল্যাহ। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শাকিব। আর সেখানেই নাকি ঘটে এ বিপত্তি। তবে এবার সেই ইস্যুতে মুখ খুললেন শাকিব খানের স্ত্রী ও চিত্রনায়িকা শবনম বুবলী।
নিজের ফেসবুকে বুবলী কিছু ছবি প্রকাশ করে লিখেছেন, ২০১৮ সালে হার্টবিট কথাচিত্র প্রযোজিত ‘সুপারহিরো’। সিনেমার শুটিংয়ে অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস তার নিজ ভবনে শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ ছাড়াও উপস্থিত আরও অনেকের নাম উল্লেখ করেন এই অভিনেত্রী। এরপর তিনি লেখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছিলাম।
অস্ট্রেলিয়ায় আমাদের শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেছেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাস তারা দিয়েছেন। নেটিজেনদের মতে, এমন মন্তব্য করে নিজের স্বামীর পক্ষে গেলেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বরে ‘অপারেশন অগ্নিপথ’ ছবির শুটিং শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। তবে এখনো সিনেমার কাজ শেষ হয়নি।