বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০০ অপরাহ্ন




তৃতীয় কন্যার বাবা হলেন জাকারবার্গ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ৩:০০ pm
Mark Elliot Zuckerberg Chief Executive Officer of Facebook Meta মেটা প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জুকারবার্গ ফেসবুক মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ
file pic

আবারও কন্যাসন্তানের বাবা হলেন ফেসবুক ও মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। গতকাল শুক্রবার ইনস্টাগ্রামে সদ্যজাত মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে বিষয়টি জানান জাকারবার্গ।ফেসবুক পোস্টে জাকারবার্গ লিখেছেন, ‘অরেলিয়া চ্যান জাকারবার্গ, তোমাকে পৃথিবীতে স্বাগত! তুমি ছোট্ট এক আশীর্বাদ হয়ে এলে।’ খবর ডেইলি মেইলের।

ছবিতে দেখা যায় হাসপাতালের বিছানায় একবাহুতে ভর দিয়ে অরেলিয়ার পাশে শুয়ে আছেন তিনি। মেয়েকে তাকিয়ে দেখছেন অপলক। তার চোখমুখে তৃপ্তির হাসি।মা ড. প্রিসিলা চ্যানের সঙ্গে অরেলিয়ার আরো একটি ছবিও পোস্ট করেন জাকারবার্গ। সেখানে দেখা যায় শিশুটিকে বুকের খুব কাছে জড়িয়ে ধরে আছেন প্রিসিলা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় চ্যানের সঙ্গে জাকারবার্গের পরিচয়। ২০০৩ সালে প্রেমে জড়ান তারা। দীর্ঘদিন লিভইন করার পর ২০১২ সালে বিয়ে করেন মার্ক ও প্রিসিলা।২০১৫ সালে এ টেক জায়ান্ট ও তারকা দম্পতির প্রথম মেয়ে ম্যাক্সিমা চ্যান জাকারবার্গের জন্ম হয়। ২০১৭ সালে দ্বিতীয় মেয়ে আগস্টের জন্ম হওয়ায় মাসের নামানুসারে মেয়েরও নাম রাখেন আগস্ট। এরপর গত বছরের সেপ্টেম্বরে জাকারবার্গ তার স্ত্রীর আবারও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD