বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন




পেলে-ম্যারাডোনার পাশে এবার মেসির ভাস্কর্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ ১১:৪৬ am
Argentina Argentine Footballer Lionel Andrés Messi আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি আর্জেন্টিনা
file pic

আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচেছে লিওনেল মেসির হাত ধরে। তার পর থেকে রাজকীয় সব অভ্যর্থনা পাচ্ছেন তিনি। কিছুদিন আগে তার নামে জাতীয় দলের অনুশীলন সেন্টারের নামকরণ করা হয়েছে। তাকে এবার আরও বড় সম্মাননা উপহার দিলো দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনবেমল। ৩৫ বয়সী মেসির ভাস্কর্য নির্মিত হয়েছে কনমেবল মিউজিয়ামে। যা শোভা পাবে দুই প্রয়াত কিংবদন্তি পেলে ও ডিয়েগো ম্যারাডোনার ভাস্কর্যের পাশে।

কোপা লিবার্তাদোরেসের ড্র অনুষ্ঠানের আগেই বিশ্ব চ্যাম্পিয়নদের সম্মাননা জানায় কনমেবল। ভাস্কর্যের পাশাপাশি মেসিকে বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির একটি রেপ্লিকাও উপহার দেওয়া হয়েছে। খালি হাতে ফেরেনি তার সতীর্থসহ কোচ লিওনেল স্ক্যালোনিও। তাদের সবাইকে ট্রফিগুলোর ক্ষুদ্রকায় সংস্করণ উপহার দেওয়া হয়েছে। সেই ক্ষুদ্রকায় সংস্করণে কোপা আমেরিকার ট্রফিও রয়েছে।

তার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘দুটি ট্রফির জন্য আলেহান্দ্রো ডমিনগেজকে অসংখ্য ধন্যবাদ। যার কথা আমরা বলে আসছিলাম। বিশেষ করে এই বিশ্বকাপ ট্রফির কথা। এখন আমার ঘরের জাদুঘরে এটি সংরক্ষণ করে রাখবো। আমাদের সম্মাননা জানানোর জন্য কনমেবলকে ধন্যবাদ।

মেসি আরও বলেছেন, ‘এই বিশ্বকাপ দিয়ে আমি পূর্ণতা পেয়েছি। যার খোঁজে অনেক দিন ছিলাম। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমি সব কিছু অর্জন করেছি। সতীর্থদেরও ধন্যবাদ, যারা এই সুন্দর এই উপহারটি আমায় উপহার দিয়েছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD