রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন




এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ১২:৩৪ am
Chandika Hathurusinghe Bangladesh team coach চন্দিকা চান্ডিকা হাথুরুসিংহ টাইগার কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চন্ডিকা হাথুরুসিংহে coach হাথুরুসিংহে
file pic

টি-টোয়েন্টিতে বাংলাদেশের পায়ের নিচে মাটি বেশ নরম। এই ভালো তো এই মন্দ। আবার বলা চলে এক পা এগিয়ে দুই পা পিছিয়ে যাওয়ার মতো। তবে সবশেষ অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দলের মধ্যে এসেছে অন্য এক পরিবর্তন। বিশেষ করে দলের মানসিকতায়। ম্যাচ ফল যাই হোক হারের আগে হার মানতে রাজি নয় টাইগাররা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেও তৃতীয় ম্যাচে জয় পেয়েছে। এরপর ইংলিশদের তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছে। এখানে শেষ নয়, আয়াল্যান্ডকে ওয়ানডে সিরিজ হারিয়েছে। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টাইগাররা জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে এক ম্যাচ হাতে রেখেই। প্রথম ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ২০৭ রান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে। পরে বৃষ্টি আইনে খেলা শুরু হলে আইরিশদের জয়ের লক্ষ্য ছিল ৮ ওভারে ১০৪ রান। কিন্তু ২২ রান দূরে থাকতেই ৫ উইকেট হাতে রেখেই থামে সফরকারীরা। তাসকিন আহমেদ জাদুকরী বোলিংয়েই তুলে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত তার ক্যারিয়ার সেরা অর্জন ১৬ রান খরচ করে ৪ উইকেট। আজ সাগরিকাতে বাংলাদেশের সামানে টানা দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি। দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচাতে আইরিশরা মাঠে নামবে দুপুর ২ টায়।

এখন পর্যন্ত বাংলাদেশ দল দেশে-বিদেশে ৫৫ টি-টোয়েন্টি সিরিজ খেলে বাংলাদেশের জয় ১১টিতে। এর মধ্যে ঘরের মাঠে ২০ সিরিজে জয় পেয়েছে ৭টিতে আর ড্র ৩টিতে। এর মধ্যে ২০২১ এ দেশের মাটিতে প্রথমবারের মতো টানা তিনটি সিরিজ জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। হারিয়েছিল জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। এরপর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-০তে সিরিজ হারে। আর আফগানদের বিপক্ষে ১-১ ড্র করে। তবে শেষ ইংল্যান্ডকে ৩-০তে হারানোর সুবাদে টানা দ্বিতীয় সিরিজ জয়ের হাতছানি সাকিব আল হাসানের দলের সামনে।

মূলত এই ফরম্যাটের টানা ব্যর্থতাই টাইগারদের বদলে দিয়েছে বলে জানিয়েছেন দলের অন্যতম সেরা পেসার তাসকিন। তিনি বলেছেন- তারা ব্যর্থতার ভয় কাটাতেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। তিনি বলেন, ‘ব্যর্থতার যে ভয়- ওটাই আসলে (তাড়ানোর চেষ্টা করা হচ্ছে)। ওটা আটকে রাখতে হবে। স্বাধীনভাবে ক্রিকেট খেলতে বলা হচ্ছে। প্রত্যেকটা খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট সবাই সবাইকে সমর্থন দিচ্ছে।

আমাদেরকে টিম ম্যানেজমেন্ট থেকেও স্বাধীনতা দেওয়া হয়েছে যেন আমরা (নিজেদের পরিকল্পনা) কার্যকর করতে দ্বিধাদ্বন্দ্বে না ভুগি। সবাই যে স্বাধীনভাবে নিজেকে উজাড় করে ক্রিকেট খেলি মাঠের মধ্যে।’ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দারুণ জয়ে গতকাল বাংলাদেশ দল বিশ্রামে কাটিয়েছে। অন্যদিকে অনুশীলন করেছে আয়ারল্যান্ড। ছুটির সুযোগ টাইগার অধিনায়ক অবশ্য হোটেলে বসে থাকেননি।

চট্টগ্রামে তিনি করেছেন নিজের বিজ্ঞাপনের শুটিং। দলের বাকিরাা হোটেলে জিম করেছে বলেই জানা গেছে। প্রথম টি- টোয়েন্টি বাংলাদেশে তাদের ক্রিকেট ইতিহাসে কিছু নয়া রেকর্ড গড়েছে। যেমন টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ ৮১ রান তুলেছে তাও কোন উইকেট না হারিয়ে। শুধু তাই নয়, ওপেনিংয়ে লিটন দাস ও রনি তালুকদার দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়েন ৯১ রান করে। শুধু তাই নয়, বৃষ্টির কারণে ৪ বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস শেষ হয় ২০৭ রানে। যা বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। স্বস্তির বিষয় ইংল্যান্ডের বিপক্ষে ওপেনার রনি তালুকদারকে দলে ফেরানো হয়েছিল ৮ বছর পর।

সেই সিরিজে তিন ম্যাচ খেলার সুযোগ পেলেও খুব একটা ভালো করতে পারেননি নিজের যোগ্যতা অনুসারে। তবে আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচেই ২৪ বলে ফিফটি করেন। শেষ পর্যন্ত ৩৮ বলে তার ব্যাট থেকে আসে ৬৭ রানের দারুণ ইনিংস। দ্বিতীয় ম্যাচে একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম। তবে টি- টোয়েন্টিতে সুযোগ পাওয়া জাকের আলী ও লেগ স্পিনার রিশাদের মধ্যে যে কোনো একজনকে আজ মাঠে চমক হিসেবে দেখা যেতে পারে!




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD