পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ভারিয়াপাড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সে (বিএসএফ) ছোঁড়া বোমার আঘাতে বাংলাদেশি কৃষক আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত রবিউল ইসলাম (৫২) উপজেলার ভারিয়াপাড়া গ্রামের ঝোরু মোহাম্মদের ছেলে।
পঞ্চগড় সদর হাসপাতালে আহত রবিউল সাংবাদিকদের জানান, আজ সকালে সীমান্তের কাছে শুকানোর জন্য কাঁচা মরিচ রেখেছিলেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ধনিরহাট বিএসএফ ক্যাম্পের একদল বিএসএফ সদস্য ঘটনাস্থলে এসে মরিচগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা তার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা রবিউলকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।
খবর পেয়ে পরিবারের সদস্যরা রবিউলকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং এখন সেখানই তার চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পঞ্চগড়ের ১৮ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবায়েত হাসান বলেন, ‘বিএসএফের নিক্ষিপ্ত অ-ঘাতক বোমায় আহত হয়েছেন একজন বাংলাদেশি কৃষক।’ ঘটনার নিন্দা জানিয়ে বিজিবি একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে বলেও জানান তিনি।
[দ্য ডেইলি স্টার]