শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন




বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায়

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩ ৬:৪৪ pm
ইস্তিসকার নামাজ ইতিকাফ রমজান রোজা sobe borat Shab e Barat namaz রজনী নিসফে শাবান‎ লাইলাতুল বরাত শা'বান মাস ইবাদত বন্দেগি শবে বরাত প্রার্থনা মুসলিম উম্মা মহিমান্বিত রাত শবে বরাত নফল ইবাদত কোরআন তেলাওয়াত জিকির-আসকার জিকির আসকার মোনাজাত ফজিলত ধর্মপ্রাণ মুসলমান শবে মেরাজ শবেমেরাজ ইসলাম islam eid e miladunnanabi Eid Milad un Nabi Rabi al awwal রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী Rabi al-Awwal eid মুহাম্মদ সা রবিউল আউয়াল ঈদ Baitul Mokarram bicycle salat বাইসাইকেল নামাজ সালাত salat বাইসাইকেল নামাজ সালাত rain Weather আবহাওয়া Rain বৃষ্টি Rain বৃষ্টি
file pic

তীব্র তাপদাহে পুড়ছে রাজধানীসহ গোটা দেশ। ৫৮ বছরের ইতিহাসে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রোববার। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে প্রাণিকুল। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রশান্তির বৃষ্টির জন্য রাজধানীতে ইস্তিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

সোমবার সকাল ১০টায় আফতাবনগর এল ব্লক খেলার মাঠে ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়। এতে সহস্রাধিক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন জনপ্রিয় মুফতি শায়খ আহমদুল্লাহ। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া পরিচালনা করেন তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD