শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন




রানা প্লাজা ধসের মতো বিপর্যয় এড়াতে দরকার নিয়ন্ত্রিত আরএমজি শিল্প: ইইউ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩ ১২:৫২ pm
European Union EU political economic union Europe Euro ইউরোপীয় ইউনিয়ন ইইউ অর্থনৈতিক রাজনৈতিক জোট ইউরো সংসদ ইউরোপ European
file pic

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, রানা প্লাজা ভবন ধসের মতো একই ধরনের বিপর্যয় এড়ানোর চাবিকাঠি হলো একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত তৈরি পোশাক (আরএমজি) শিল্প।

ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো ১০ বছর আগে রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণ করেছে।

ঢাকায় ইইউ দূতাবাস দিবসটি উপলক্ষে টুইট করে বলেছে, ইইউ বাংলাদেশের সকল স্টেকহোল্ডারদের নিরাপত্তা, শ্রম এবং অন্যান্য আন্তর্জাতিক মান উন্নত করার প্রচেষ্টায় তাদের সমর্থন অব্যাহত রেখেছে।

দশ বছর আগে ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে ১১শ’র বেশি শ্রমিক নিহত এবং আরও হাজার হাজার শ্রমিক আহত হয়েছিল।

রানা প্লাজা ছিল শ্রমিকদের অধিকারের উন্নয়ন এবং সকলের জন্য নিরাপদ কারখানা নিশ্চিত করার জন্য একটি নতুন সংগ্রামের সূচনা।

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি এক আলোচনায় বলেছেন, সাবেক অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের অধীনে একত্রে কাজ করা ইউনিয়ন, গ্লোবাল ব্র্যান্ড এবং নিয়োগকর্তাদের মধ্যে চুক্তির কারণে বর্তমানে পোশাক কারখানাগুলো ‘নিরাপদ’।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD