রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন




কোরবানির ঈদে শাকিবের ‘প্রিয়তমা’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৬:৩৫ pm
shakib khan shakib khan শাকিব খান শাকিব খান চলচ্চিত্র অভিনেতা সুপারস্টার কিং খান ঢালিউড কিং
file pic

এই ঈদে শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ বেশ সাড়া ফেলেছে। এবার আসন্ন কোরবানি ঈদের জন্য এ নায়কের একমাত্র ছবি হিসেবে চূড়ান্ত হলো ‘প্রিয়তমা’। যে ছবিটি পরিচালনা করতে যাচ্ছেন হিমেল আশরাফ। অ্যাকশন রোমান্টিক ধাঁচের গল্পের ছবিটি নিয়ে হিমেল আশরাফ জানান, ৮ই মে থেকে শাকিব খান ‘প্রিয়তমা’র জন্য শুটিংয়ে নামবেন।

প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া, যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন। নির্মাতা হিমেল বলেন, আদনান ভাই সিনেমাপ্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেয়া হবে। এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা।

এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করেছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের।

যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে। ছবিতে নায়িকার বিষয়ে হিমেল বলেন, নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD