গাজীপুরের কালীগঞ্জে বোরো ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে মনির হোসেন মনু (৬৫) নামে এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীসহ আরও ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন। এর আগে সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ছাতিয়ানী পশ্চিমপাড়া গ্রামের সিদ্দিক খন্দকারের বাড়ি সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে ।
মনির হোসেন মনু গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মধ্যউড়িয়া গ্রামের বাদশা আলীর ছেলে।
আহতরা হলেন- একই উপজেলার হাকবম উদ্দিনের ছেলে এরশাদ আলী (২৭), বাহাজদ্দিনের ছেলে গোলাপ (৫৫), মীর বক্সের ছেলে লাল মিয়া (৪৫), জাবেদ আলীর ছেলে সায়েদা (৫০) ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানী গ্রামের শহিদুল্লাহ খন্দকারের মেয়ে শাকিলা খন্দকার (২৩)। তিনি ঢাকা ইডেন কলেজের ইংরেজি বিভাগের ৩য় বর্ষের ছাত্রী।
এসআই কামাল হোসেন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং নিহতের মরদেহ উদ্ধার করি। পরে নিহতের পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।