বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন




আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ৮:১৯ pm
Al-Arafah Islami Bank Limited আল-আরাফাহ ইসলামী ব্যাংক আল-আরাফাহ_ইসলামী_ব্যাংক_লিমিটেড
file pic

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সদ্য সমাপ্ত ২০২২ সালের জন্য ১৫% লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২% নগদ ও ৩% বোনাস। ৩০ এপ্রিল, ২০২৩ রবিবার অনুষ্ঠিত পরিচালক পর্ষদের ৩৮৬ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।

ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৬ আগস্ট, ২০২৩ ব্যাংকের ২৮তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভা (এজিএম) এর তারিখ এবং ১২ জুন, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়। বিএসইসি এবং এজিএম-এর অনুমোদন সাপেক্ষে ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে সমাপ্ত বছরের জন্য উক্ত ডিভিডেন্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু, এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বদিউর রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল আলম, পরিচালক আলহাজ্ব নাজমুল আহসান খালেদ, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্যা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব নাসির উদ্দিন, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, এম কামাল উদ্দিন চৌধুরী, মোঃ আব্দুল হামিদ মিঞা এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের এসএভিপি ও কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁক্ষাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD