বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




প্রধানমন্ত্রী দেশের উচ্চতা আরও বাড়াতে বিদেশ সফরে গেছেন: কাদের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১ মে, ২০২৩ ৯:৩৫ pm
Obaidul Quader General Secretary of Bangladesh Awami League kader আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান বিদেশ সফর বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে উল্লেখ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশ বিক্রি করতে যাননি (বিদেশে), তিনি গিয়েছেন দেশের উচ্চতা আরও বাড়াতে। শেখ হাসিনা নিজের জন্য বিদেশে যাননি, তিনি বিদেশে গেছেন আগামী বাজেটের জন্য সহযোগিতা চাইতে।

মহান মে দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এই সমাবেশের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ।

সমাবেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী বাজেটে সহায়তার জন্য জাপান ৩০ বিলিয়ন ইয়েন ও বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে যাঁরা কষ্ট পাচ্ছেন, তাঁদের কষ্ট কমাতে বিদেশে গেছেন শেখ হাসিনা।

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, যাঁরা প্রধানমন্ত্রীর এই সফরের বিরুদ্ধে, তাঁদের এখন কিছুই ভালো লাগে না। তাঁরা হিংসার আগুনে জ্বলছেন।

বিএনপির আন্দোলন ঝিমিয়ে পড়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনৈতিক পরাজয় হয়ে গেছে। এবার নির্বাচনে এলে দেখা যাবে কত ধানে কত চাল। মানুষ শান্তিতে থাকলে বিএনপির মন খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি।

পাঁচ সিটি করপোরেশনে নির্বাচনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে, নির্বাচনে আসবে না। কিন্তু প্রতিটি সিটি করপোরেশনেই স্বতন্ত্রের নামে বিএনপির ‘ঘোমটা পরা’ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শত সংকটেও আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শ্রমিক লীগের ঐক্যে যাতে চিড় না ধরে, ফাটল না ধরে।

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘হুমকি-ধমকি ছাড়েন, ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসেন।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, দেশ এগিয়ে যাক, এটা তারা (বিএনপি-জামায়াত) সহ্য করতে পারে না। বাংলাদেশকে বিদেশিদের কাছে হেয় করা, খাটো করা; বাংলাদেশের মানুষকে অসম্মান করাই বিএনপির একমাত্র রাজনৈতিক ব্রত বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, শ্রমিক-পেশাজীবীদের মায়ের মমতায় আলিঙ্গন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব ধরনের শ্রমিক ও পেশাজীবীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করার এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

জাতীয় শ্রমিক লীগের সভাপতি নূর কুতুব আলমের সভাপতিত্বে সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহুল হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনগুলোর নেতারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD