বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন




হতাশ করলো রূপালী ও ন্যাশনাল ব্যাংক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ১০:০৩ am

লভ্যাংশ না দিয়ে শেয়ারহোল্ডারদের হতাশ করল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের দুই প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেড ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংক দুটির পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, রূপালী ব্যাংকটির ২০২২ সালে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। তাতে বিদায়ী বছরে কোম্পানির কর-পরবর্তী মুনাফা হয়েছে ২৮ কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ২৯৫ টাকা। কিন্তু তারপরও কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

এর আগের বছর ২০২১ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৬১ পয়সা। সেই বছর শেয়ারহোল্ডারদের ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।

২০০০ সালে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৬ টাকা ১০ পয়সা। যা আগের বছর ছিল ৩৭ টাকা ১৩ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫টি। রোববার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৫ টাকা ২০ পয়সা।

অপর কোম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেড ২০২২ সালে শেয়ার প্রতি লোকসান করেছে ১০ টাকা ১৩ পয়সা। তবে তার আগের বছর ২০২১ সালেও প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বা মুনাফা ছিল ১৩ পয়সা।

অর্থাৎ ২০২২ সালে থেকে বড় লোকসানে মুখে পড়েছে ব্যাংকটি। সে জন্য শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়টি পর্ষদ। এর ফলে ২০২১ এবং ২০২২ টানা দুই বছর শেয়াহোল্ডারদের হতাশ করল ব্যাংকটি।

১৯৮৪ সালে তালিকাভুক্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা। যা আগের বছর ছিল ১৬ টাকা ১৩ পয়সা। কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭০টি। রোববার সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৮ টাকা ৩০ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। ওইদিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ জুন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD