বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন




প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইএমএফ প্রধান যা বলেছেন…

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ ৮:১৮ pm
imf আইএমএফ International Monetary Fund আন্তর্জাতিক মুদ্রা তহবিল imf
file pic

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক তথা প্রধান ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে আইএমএফ প্রধান কী বলেছেন, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে আইএমএফ এর একজন মুখপাত্র তাকে ইমেইলে নিম্নের বিবৃতিটি পাঠানঃ

“২৯শে এপ্রিল, ২০২৩ তারিখে আইএমএফ এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওয়াশিংটন ডিসিতে একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। তারা বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ প্রোগ্রাম নিয়েও আলোচনা করেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কর্তৃপক্ষের ব্যাপক সংস্কারের এজেন্ডাকে সাহায্য করার জন্য এটি (ওই প্রোগ্রামটি) ডিজাইন করা হয়েছে। আইএমএফ বাংলাদেশের সাথে নিজের ঘনিষ্ঠ সম্পর্ককে গুরুত্ব দেয় এবং এর ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের আকাঙ্খাগুলো বাস্তবায়নে দেশটির জন্য আইএমএফ এর অব্যাহত সাহায্যকে জোরালোভাবে সমর্থন করেছেন।”




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD