বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন




রিয়ালের হারে বার্সার হাতছোঁয়া দূরত্বে লা লিগা শিরোপা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩ মে, ২০২৩ ৯:৪৮ am
ফুটবল FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল Stadium FIFA football World Cup Qatar কাতার বিশ্বকাপ ফুটবল স্টেডিয়াম world cup ম্যানচেস্টার ইউনাইটেড
file pic

নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ হেরে যাওয়ায় লা লিগা শিরোপা বার্সেলোনার হাতছোঁয়া দূরত্বে এলো। মঙ্গলবার রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে দ্বিতীয় হারে শঙ্কায় পড়ে গেছে রানার্সআপ হওয়া নিয়েও।

আগামী ১৪ মে নগরপ্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে হারাতে পারলেই ২৭তম লা লিগা ট্রফি জিতে যাবে বার্সেলোনা। মঙ্গলবার আগের ম্যাচে ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে তারা ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট অর্জন করে। রিয়ালের সঙ্গে তাদের ব্যবধান এখন ১৪ পয়েন্টের। বাকি পাঁচ ম্যাচের সবগুলো জিতলেও সর্বোচ্চ ৮৩ পয়েন্ট পাবে রিয়াল। এমনকি বুধবার কাদিজের বিপক্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে গেলে তিনে নেমে যেতে হবে তাদের।

নিষেধাজ্ঞার কারণে এদিন ভিনিসিউস জুনিয়রকে পায়নি রিয়াল। তাদের আক্রমণে ছিল না কোনও ধার। যে কয়টি শট লক্ষ্যে রেখেছিল স্বাগতিক কিপার সহজে তা ঠেকিয়ে দেন।

প্রতিপক্ষের আক্রমণের চ্যালেঞ্জের মুখে রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিতাও বল বিপদমুক্ত করতে দুর্বল পাস দেন গোলকিপার থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান কিপারের নাগালের বাইরে ছিল বল, তাকে কুবো দ্রুত এগিয়ে এসে ৪৭ মিনিটে খালি জালে বল জড়ান।

৬১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দানি কারভাহাল মাঠ ছাড়লে বিপদ বাড়ে রিয়ালের। ৮১ মিনিটে অ্যান্ডার বারেনেটশিয়া রক্ষণকে বোকা বানিয়ে নিচু শটে কোর্তোয়া ও কাছের পোস্টের মাঝ দিয়ে জাল কাঁপান।

লা লিগায় ভুগলেও রিয়ালের সামনে দুটি ট্রফি জয়ের সুযোগ। আগামী শনিবার কোপা দেল রে ফাইনাল খেলবে ওসাসুনার বিপক্ষে। ৯ মে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ ম্যানসিটির বিপক্ষে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD