রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন




অবশেষে নীরবতা ভাঙলেন পরী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ মে, ২০২৩ ৪:৪২ pm
পরীমনি Shamsunnahar Smrity Pori Moni শামসুন্নাহার স্মৃতি পরীমণি পরিমনি
file pic

গত বছর ঈদে মুক্তি পায় ‘পরাণ’ ও ‘দামাল’ সিনেমা। আর দু’টি সিনেমায়ই দর্শকদের কাছে বেশ প্রশংসিত। দু’টিতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন শরিফুল রাজ এবং বিদ্যা সিনহা মিম। আর দর্শকপ্রিয় সিনেমা দু’টির পরেই জুটিকে নিয়ে শুরু হয় আলোচনা। তাদের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন শরীফুল রাজের স্ত্রী এবং অভিনেত্রী পরীমনি।

এমনো শোনা যায় যে, পরীর আপত্তির কারণে রাজ-মিম একসঙ্গে সিনেমা না করার সিদ্ধান্ত নেয়। রাজ-মিম-পরীমনি ইস্যু নিয়ে এতদিন প্রকাশ্যে তেমন মুখ খোলেননি কেউই। অবশেষে নীরবতা ভাঙলেন পরীমনি। এক সাক্ষাৎকারে সম্প্রতি এ নায়িকা বিষয়টি নিয়ে বলেন, এগুলো সম্পূর্ণ বাজে কথা। তাছাড়া মিম হঠাৎ করে একদিন বলে দিলো, সে আর কাজ করবে না রাজের সঙ্গে।

সেটা তো কোনো সমাধান নয়। পরীমনি আরও বলেন, এমন গায়ে পড়া মানুষ আমার মোটেও পছন্দ নয়। তিনি জানান, মিম যত না রাজের ঘনিষ্ঠ ছিলেন, তার চেয়েও বেশি ঘনিষ্ঠ ছিলেন তার (পরী)। পরীমনি চান তারা আবারো একসঙ্গে কাজ করুক। কারণ পর্দার সামনে তাদের জুটি পরীমনির ভীষণ প্রিয়। তবে এ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD