বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৩ পূর্বাহ্ন




ডেঙ্গু নিয়ে সতর্কতা স্বাস্থ্যমন্ত্রীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৭ মে, ২০২৩ ৯:২০ pm
ডেঙ্গুরোগী dengue fever mosquito corona dengue ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে corona dengue ডেঙ্গু রোগী করোনা dengue ডেঙ্গু corona রোগী করোনা dengue corona ডেঙ্গু রোগী করোনা মশা মশারি কয়েল স্প্রে International Centre for Diarrhoeal Disease Research Bangladesh ICDDRB Diarrhea আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডাইরিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ আইসিডিডিআরবি আইসিডিডিআরবি ডায়রিয়া
file pic

ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে বলে মশাবাহিত এই রোগ নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার ঢাকার সোনারাগাঁও হোটেলে বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন মন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানও বলছে, গত কয়েক দিনে বিভিন্ন হাসপাতালে এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

জাহিদ মালেক বলেন, “ইদানিং আমরা ডেঙ্গু্রও প্রভাব দেখছি। কাজেই এখন থেকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাড়ির আশপাশে এবং বাড়ি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, স্প্রে করা থাকে। মশা যেন না কামড়ায় সেদিন খেয়াল রাখতে হবে।”

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানাচ্ছে, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৯৬ জন এবং ঢাকার বাইরে ৪৯৩ জন। এখন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৩ জন রোগী, যার মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালেই আছেন ৬৫ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব টিকাদান সপ্তাহ পালন উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতি বছর দেশে অন্তত আড়াই কোটি শিশুকে বিভিন্ন অসুখের ১০টির বেশি টিকা দেওয়া হয়। এছাড়া ১৫ থেকে ৪৯ বছর বয়সীদেরও বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়।

“দেশের মানুষ টিকার প্রতি আগ্রহী। আমাদের মায়েরা শিশুদের টিকা দিতে আগ্রহী। তারাই আমাদের টিকাদানে সফলতার পেছনের বড় কারণ হিসেবে কাজ করেন।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. বর্ধন জং রানা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD