বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন




পায়রায় ধরা পড়লো ২ কেজির ইলিশ, বিক্রি হলো পাঁচ হাজারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ মে, ২০২৩ ১০:২৫ am
hilsha Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Cooked rice steaming boiling boiled rice চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ Panta Ilish Panta_Ilish Cooked rice steaming boiling boiled rice Panta bhat Hilsa Fish Fried পান্তা ইলিশ চাল চাউল ধান ভাত অন্ন চাল খাবার প্রধান খাদ্য রান্না সিদ্ধ সেদ্ধ পান্তা ভাত পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ইলিশ ভাজা মাছ মাছ fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালামাছ
file pic

অধিকাংশ জেলেরা যখন নদী-সাগর থেকে খালি হাতে তীরে ফিরছেন, তখনই পটুয়াখালীর পায়রা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশ।

রোববার (৭ মে) দুপুরে ধরা পড়ার পর ইলিশটি দেখতে অনেকেই ভিড় করেন। আর রাতে পায়রাকুঞ্জ খেয়াঘাটের আড়তে পাঁচ হাজার টাকায় ইলিশটি বিক্রি হয়েছে।

পায়রাকুঞ্জ খেয়াঘাটের মাছ বিক্রেতা শাহ কামাল জানান, জেলে কাওছার হোসেনের জালে মাছটি ধরা পড়েছে। আড়াই হাজার টাকা করে কেজি চাইলেও দুই কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি পাঁচ হাজার টাকায় তিনি বিক্রি করেছেন।

পটুয়াখালী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহম্মদ মাহফুজুর রহমান বলেন, এখন জেলেদের জালে ইলিশ কিছুটা কম ধরা পরছে। তবে বৃষ্টিপাত শুরু হলে বেশি ইলিশ ধরা পড়বে। আর সরকারের নানামুখী তৎপরতায় দেশে ইলিশের উৎপাদন যেমন বাড়ছে তেমনি জেলেরা বড় সাইজের ইলিশও পাচ্ছেন।

তিনি বলেন, পায়রা নদীতে এবছর এই প্রথম দুই কেজির বেশি ওজনের ইলিশ ধরা পড়ার খবর পেলাম। এটি জেলেদের জন্য একটি ভালো সংবাদ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD