রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন




আয়ার‌ল্যান্ড সিরিজের ফর্ম বিশ্বকাপেও নিতে চান শান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ মে, ২০২৩ ১০:২৩ am
bcb খেলা Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি bcb bcb bcb
file pic

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে গতকাল (১৬ মে) ঢাকায় পা রেখেছে বাংলাদেশ দল। যদিও দলের সঙ্গে আসেননি তামিম ইকবাল-মুশফিকুর রহিমসহ পাঁচ ক্রিকেটার। তবে দেশে পা রেখেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিরিজসেরা টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। জানিয়েছেন ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা এবং সেটিকে ভবিষ্যতে কাজে লাগানোর কথা।

সদ্য সমাপ্ত সিরিজের ফর্ম সামনে টেনে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথা উল্লেখ করে শান্ত বলছিলেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা দল হিসেবে ভালো ক্রিকেট খেলেছি আমার মনে হয়। পুরো সময়টা সবাই দলের জন্য অবদান রাখার চেষ্টা করেছে। খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। এটা যদি চালিয়ে যেতে পারি, তাহলে সামনের দিকে আরও ভালো কিছু করতে পারব।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি বিশ্বকাপের জন্য গুরুত্বপূর্ণ মনে করেন শান্ত, ‘প্রথম ম্যাচে আমরা যে ৩২০ রান চেজ করলাম, আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য দুটি ম্যাচই বিশ্বকাপের আগে গুরুত্বের বিচারে কম নয়। এ ধরনের পরিস্থিতি বড় দলের বিপক্ষে বিশ্বকাপে আসতেই পারে। দুই ধরনের অনুভূতিই পেলাম কীভাবে চেজ করতে হয় বা ডিফেন্ড করতে হয়। এই জিনিস মনে রেখে সামনে ম্যাচ খেলতে পারলে দলের জন্য ভালো হবে।’

তবে সিরিজ জিতলেও আরও উন্নতির কথা বলছেন শান্ত, ‘ভালো হচ্ছে, ভালো যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আরও উন্নতি করার জায়গা আছে। আরও ভালো ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় এই ফর্ম কন্টিনিউ করতে পারলে আমার ও দলের জন্য ভালো।’

একইসঙ্গে ইংল্যান্ডের চেমসফোর্ডে প্রবাসী সমর্থকদের ধন্যবাদ দিয়ে শান্ত বলেন, ‘খুব ভালো লেগেছে। আমার মনে হয়নি দেশের বাইরে খেলছি। অনেক দর্শক ছিল, তারা সবসময় সমর্থন দিয়েছে। এরকম সমর্থন সবসময়ই উপভোগ করি।’

চলতি বছরের অক্টোবরে ভারতে এবারের ওয়ানডে বিশ্বকাপের আসর বসছে। তার আগে সর্বোচ্চ ভালো দলীয় কম্বিনেশন পেতে চায় টাইগাররা। সব পজিশনের জন্য উপযুক্ত ক্রিকেটার বেছে নিতে চলছে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপ হবে টাইগারদের শেষ প্রস্তুতির মঞ্চ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD