বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন




গায়ক নোবেল আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ মে, ২০২৩ ৪:২৫ pm
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

শনিবার নোবেলকে আটক করার তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

সূত্র জানায়, চার দিন আগে নোবেলের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা হয়। এ মামলার সূত্র ধরেই তাঁকে আজ আটক করেছে ডিবির লালবাগ বিভাগ।

মামলার বিষয় জানতে চাইলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতারণার অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় গান গাওয়ার কথা বলে গান না গাওয়ায় অভিযোগ করা হয়েছে।

মতিঝিল থানার এই মামলায় নোবেলকে আটক করা হয়েছে কি না, সে তথ্য জানা নেই বলে উল্লেখ করেন ওসি মিজানুর রহমান। তিনি বলেন, বিষয়টি খোঁজ নেবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD