শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন




সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই: জাহাঙ্গীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৬ মে, ২০২৩ ৬:৪১ pm
Jahangir Alam Zahangir Alam mayor of Gazipur City Corporation গাজীপুর সিটি করপোরেশন মেয়র জাহাঙ্গীর আলম মেয়র জাহাঙ্গীর
file pic

গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের জয় হয়েছে, আর যারা অপরাধী তারা অপরাধী হিসেবেই চিহ্নিত হয়েছে। কেউ আঘাত করলে তাকে আঘাত করতে হয় না। শহরের মালিক যে জনগণ এটা আপনাদের ভোটে বিজয়ের মাধ্যমে প্রমাণ হয়েছে।’

শুক্রবার (২৬ মে) দুপুরে শহরের ছয়দানা (হারিকেন) এলাকার নিজ বাসভবনে উৎসুক জনতা ও কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো সবার পারিবারিক একটা মর্যাদা আছে। সবাই যেন সবাইকে সহযোগিতা করে। এ শহরের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। আপনারা (কর্মী-সমর্থক) দুঃসময়ে আমার পাশে ছিলেন। আমি আমার এবং মায়ের কাজ দিয়ে এই শহরকে আপনাদের সহযোগিতায় চালাবো। অনেকে আপনাদের ক্ষতি করতে চাইবে। আপানারা খেয়াল রাখবেন, কোনোভাবে যেন নিজেদের কোনো ক্ষতি না হয়।’

তিনি আরও বলেন, ‘আমার মা মানে আপনাদের মা। আমার বাড়িঘর সবার জন্য উম্মুক্ত। যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে আপনারা আসবেন। আমার মা এবং আমি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো। সবার জন্য এ শহর। আমরা কারও সঙ্গে দ্বন্দ্ব চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী যেহেতু আছেন ওনার কাছ থেকে ন্যায়বিচার পাওয়া শুরু হয়েছে। অনেকে বিভিন্নভাবে পাঁয়তারা করেছিল, মিথ্যা বলেছিল এ শহর ধ্বংস করার জন্য।’

সকাল থেকেই মহানগরের বিভিন্ন এলাকা থেকে ছয়দানা (হারিকেন) এলাকার জায়েদা খাতুনের বাসভবনে কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া, মালা হাতে নিয়ে মিছিল সহকারে অভিনন্দন জানাতে আসেন। এসময় জাহাঙ্গীর আলম সবার উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তিনি আমাদের অভিভাবক, ওনাকে সহযোগিতা করবো। আমাদের নেতাকর্মীদের যারা হয়রানি করছে অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে সে হয়রানি বন্ধ করতে হবে। কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখা যাবে না। কারণ যারা শহরের মেয়র বানাতে পারে তারা এই সমাজে সবকিছু প্রতিষ্ঠিত করতে পারে। পেশীশক্তি দিয়ে মানুষের মন জয় করা যায় না।’

তিনি বলেন, ‘ওয়ার্ড, থানা এবং মহানগরের সবাইকে নিয়ে পঞ্চায়েত সিস্টেম করে শাসন ব্যবস্থা এবং সিটি করপোরেশনের কাজগুলো যেন মানুষ সহজে করতে পারে মার সঙ্গে থেকে সে কাজটা করে দেব। আপানার দেখেছেন, আমাকে কোন পরিস্থিতিতে কোথায় নিয়ে গেছে, অনেক বড় বড় মালিকেরা তাদের টেলিভিশনে আমার ও পরিবারের বিরুদ্ধে কথা প্রচার করেছেন। আপনাদের শক্তি দিয়ে আমি দেখিয়েছি যতদিন থাকবো আমার জীবন এবং আমার বাড়িঘর সব আপনাদের। আমার মালিকানা কিছু লাগবে না। এগুলো সবকিছুর মালিক আপানারা। আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে ২৪ ঘণ্টা।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD