সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন




মার্টিনেজ বললেন, ‘আমি তোমাদের ভালোবাসি’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৯ মে, ২০২৩ ৯:১৯ pm
Argentina national football team Fifa World Cup আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল লিওনেল মেসি Lionel Messi messi
file pic

ভারত ও বাংলাদেশ সফরের আগে আবেগী বার্তা দিলেন এমিলিয়ানো মার্টিনেজ। নিজের ফেসবুক পেজে লিখলেন, ‘আমি তোমাদের ভালোবাসি’।

আজ (সোমবার) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে আসন্ন এই সফর নিয়ে মার্টিনেজ লিখেছেন, ‘হ্যালো সবাই, আমি ৩রা জুন থেকে ৫ই জুন পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করবো এবং মোহনবাগান ক্লাবে একটি চ্যারিটি ফুটবল ম্যাচের প্রধান অতিথি হওয়া ছাড়াও অনেক দাতব্য কার্যক্রমে অংশ নেব। আমি জানি কলকাতা এবং বাংলাদেশে অগুণিত আর্জেন্টিনার ভক্ত রয়েছে এবং তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। আমি তোমাদের ভালোবাসি!

মার্টিনেজকে দক্ষিণ এশিয়া ট্যুরে নিয়ে আসছেন ফুটবল সংগঠক শতদ্রু দত্ত। এর আগে ম্যারাডোনা, পেলে, কাফুকে কলকাতায় এনেছিলেন তিনি। কলকাতা থেকে কদিন আগে স্পোর্টস প্রমোটার কোম্পানি শতদ্রু দত্ত এসোসিয়েটসের শতদ্রু দত্ত সংবাদমাধ্যমকে বলেন, ‘সে (মার্টিনেজ) নিজে থেকেই বাংলাদেশের কথা বলেছে। যেহেতু সে কলকাতা আসছেই তাই আমরাও চাই তার ইচ্ছাপূরণ হোক বাংলাদেশে ঘুরে এসে। ৩রা জুলাই ঢাকায় আসতে পারে। সেদিন বাংলাদেশে থাকতে পারে অথবা সেদিন রাতে কলকাতায় নিয়ে আসা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

আশা করছি বাংলাদেশের জনগণ বিশ্বচ্যাম্পিয়নকে দেখতে পারবে এবং সেও বাংলাদেশে আর্জেন্টিনার উন্মাদনা উপভোগ করবে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD