রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন




হঠাৎ কেন রোড প্রোটেকশন প্রত্যাহার? জানতে চান হাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩১ মে, ২০২৩ ৮:৪৪ pm
ওয়াশিংটন US Ambassador Peter D. Haas United States Ambassador মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা North America United States United State usa
file pic

কূটনীতিকদের রোড প্রোটেকশন উঠিয়ে নেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চেয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার দুপুরের পর সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পিটার হাস এ বিষয়ে প্রশ্ন করেন। তার এই প্রশ্নের জবাবও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৈঠকে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানতে চেয়েছেন যে হঠাৎ করে কেন কূটনীতিকদের সড়ক নিরাপত্তা (রোড প্রোটেকশন) উঠিয়ে নেয়া হয়েছে। জবাবে তিনি রাষ্ট্রদূতকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়টি জানিয়ে দেয়া হয়েছিল। এ ব্যবস্থা পরিবর্তন করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে এ বিষয়টিই (আনসার গার্ড রেজিমেন্ট দিয়ে নিরাপত্তা) আবার বলা হয়েছে। একইসঙ্গে নিশ্চিত করা হয়েছে, কূটনীতিকপাড়ায় কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত ঘটবে- এ রকম কোনো কিছু হতে দেয়া হবে না। কূটনীতিকপাড়া ও তাদের (কূটনীতিক) চলাচল যাতে নিরাপদ থাকে সে ব্যবস্থা করা হবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘ওনারা কিছু সময় চেয়েছিলেন (প্রোটেকশনের বিষয়ে)। তাদের বলা হয়েছে, যাদের (আনসার) নিরাপত্তার জন্য দেয়া হচ্ছে তারা খুবই প্রশিক্ষিত। তবে এ বিষয়ে আবারও বসা হবে। যদি মনে করা হয় যে নিরাপত্তার জায়গায় কোনো অভাব আছে, তাহলে সেটি দেখা হবে।’

এই নিরাপত্তা দেয়ার জন্য টাকা পরিশোধ করতে হবে, তা–ও জানিয়ে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন পিটার হাস। রাষ্ট্রদূত শুরুতেই বলেন, এটা কাউকে উদ্দেশ করে দেয়া হয়নি। একটি সুন্দর নির্বাচন যাতে হয় সে জন্যই দেয়া হয়েছে।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমি তাদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, ভিসা যার যার দেশের নিজস্ব ব্যাপার। কাকে সেই দেশে ঢুকতে দেবে কি দেবে না, সেটি সেই দেশই জানে। সেখানে আমাদের কিছু বলার নেই। তারা ভিসা নিয়ে যে ঘোষণা দিয়েছেন সেটি তাদের নিজস্ব ব্যাপার।

‘আমরাও বিশ্বাস করি- ষড়যন্ত্র নয়, কোনো শক্তির অভ্যুত্থান নয়, কিংবা বন্দুকের নল নয়। মানুষের ম্যান্ডেটে একটি নির্বাচন হোক। আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট। আপনারাও (যুক্তরাষ্ট্র) সেটির জন্য উৎসাহ প্রকাশ করেছেন। সে জন্য যে ভিসা নীতি দিয়েছেন তাকে আমরা স্বাগত জানাই।’

সুষ্ঠু ভোটের লক্ষ্যে ভিসা নীতি ঘোষণা করায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্র থেকে আরও নিষেধাজ্ঞা আসার খবর নিয়ে পিটার হাসের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যুক্তরাষ্ট্রের ব্যাপার। সেখান থেকে কী করবে আমার জানা নেই।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD