রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩১ পূর্বাহ্ন




আফগানিস্তান সিরিজ কঠিন ও আকর্ষণীয় হবে: তামিম

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ জুন, ২০২৩ ৩:৪৫ pm
Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি Tamim Iqbal Khan Cricket cricketer ক্রিকেট তামিম ইকবাল
file pic

লম্বা বিরতির পর আবার ক্রিকেট মাঠে শুরু বাংলাদেশের ব্যস্ততা। দুই ধাপে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে তারা।

এই পূর্ণাঙ্গ সিরিজ কঠিন ও আকর্ষণীয় হবে মনে করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তিনি সাংবাদিকদের বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে, এটা সবসময় আকর্ষণীয় সিরিজ। আফগানিস্তান মানসম্পন্ন দল। আজকে তাদের পারফরম্যান্স দেখেছেন (শুক্রবার ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে আফগানিস্তান)।’

আগামী ১৪ জুন থেকে মিরপুরে চলবে একমাত্র টেস্ট। এরপর আফগানিস্তান যাবে ভারত সফরে। ঈদ উল আযহার পর শুরু হবে সীমিত ওভারের সিরিজ। আপাতত টেস্ট নিয়েই দল ভাবছে জানালেন তামিম, ‘আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে। এটা বাংলাদেশের জন্য কঠিন সিরিজ হবে। কারণ তাদের মানসম্পন্ন বোলিং আক্রমণ রয়েছে। আশা করি আমরা ভালো করে প্রস্তুত হবো। আমরা টেস্ট দিয়ে শুরু করছি। এরপর মাঝখানে ওয়ানডের জন্য প্রস্তুতি নেবো। এখন আমরা মূলত টেস্ট নিয়েই চিন্তা করছি।’

৫০ ওভারের ম্যাচ হবে ৫, ৮ ও ১১ জুলাই। সবগুলোই হবে চট্টগ্রামে। তারপর দুই দল সিলেটে চলে যাবে। সেখানে দুটি টি-টোয়েন্টি খেলবে ১৪ ও ১৬ জুলাই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD