শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন




‘বাংলাদেশে যারা এসেছেন তাদের মধ্যে হাথুরুসিংহে সেরা’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৪ জুন, ২০২৩ ১০:২৯ am
Chandika Hathurusinghe Bangladesh team coach চন্দিকা চান্ডিকা হাথুরুসিংহ টাইগার কোচ বাংলাদেশ জাতীয় ক্রিকেট Bangladesh Cricket board bcb বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি
file pic

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, বাংলাদেশে অতীতে যেসব কোচ এসেছেন তাদের মধ্যে হাথুরুসিংহে সেরা কোচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেন, আমি এটা বলব না, সে অনেক উন্নতমানের কোচ। তবে বাংলাদেশে যতগুলো কোচ এসেছে, সে সেরাদের একজন। ওর ক্রিকেটীয় জ্ঞান তো আছেই, এর বাইরে যে কার্যক্রমগুলো আছে, সেটা কিন্তু অন্য কোচদের থেকে আমরা পাই না। সেজন্যই আমরা ওর সঙ্গে পারফরম্যান্সটা ভালো করি।

আকরাম মনে করেন হাথুরুসিংহে থাকায় বাংলাদেশ দল আসন্ন এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ভালো করবে।

বিসিবির এই পরিচালক বলেন, আশা করছি, হাথুরু যেহেতু দলের সঙ্গে আছে, আমরা ভালো পারফরম্যান্স করব। তরুণ ক্রিকেটাররা ভালো করছে, ফাস্ট বোলাররাও ভালো করছে। তো আমার মনে হয়, আমাদের সম্ভাবনা বেশি।

আগামী শনিবার পূর্ণাঙ্গ সিরিজে অংশ নিতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল।

আসন্ন এই সিরিজ নিয়ে শনিবার মিরপুরে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন, আফগানিস্তানকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। তাদের কোয়ালিটি প্লেয়ার আছে, কোয়ালিটি বোলার অনেক আছে এবং ব্যাটার যারা আছে, তাদের ধারাবাহিকতা অনেক ভালো।

 




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD