রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন




গাছ লাগানোর মধ্য দিয়ে কাজ শুরু করলেন চিফ হিট অফিসার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩ ৯:০৭ pm
Bushra Afreen Chief Heat Officer Dhaka North বুশরা আফরিন বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশন ডিএনসিসি চিফ হিট অফিসার
file pic

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির মধ্য দিয়ে কাজ শুরু করলেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। মঙ্গলবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এই কর্মসূচিতে অংশ নিয়ে শহরের তাপ কমাতে কাজ শুরু করেন চিফ হিট অফিসার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম।

গাছ লাগানোর কর্মসূচিতে অংশ নিয়ে চিফ হিট অফিসার বুশরা আফরিন বলেন, আমার মূল টার্গেট হচ্ছে তাপমাত্রা কমাবে এমন সব পদক্ষেপ নেওয়া। গাছগুলো যখন বড় হবে তখন তাপমাত্রা, অক্সিজেনসহ নানাদিক থেকে আমরা উপকৃত হবো।

তিনি বলেন, আমরা ঢাকা শহরে গাছ লাগানো শুরু করেছি। আমরা জানি রাতারাতি সব পরিবর্তন হয়ে যাবে না। এসব গাছ আমাদের আগামী প্রজন্মের জন্য কাজে দেবে। যত গাছ লাগাতে পারবো, ততটা নিরাপদ হবে এই ঢাকা শহর।

তাপমাত্রা কমাতে বৃক্ষরোপণ ছাড়াও নানান পরিকল্পনার কথা তুলে ধরে চিফ হিট অফিসার বলেন, বৃক্ষরোপণ ছাড়াও নানান পদক্ষেপ আমরা গ্রহণ করেছি, যা অফিসিয়ালি আমরা এখনও রিলিজ করিনি। কুল জোন, কুলিং সেন্টার এমন নানান পরিকল্পনা আমাদের আছে।

তিনি বলেন, তবে আমরা যেমন পরিকল্পনা গ্রহণ করেছি তাতে করে আমাদের কিছুটা সময় লাগবে, কারণ এগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। মাত্র এক মাস হয়েছে আমি নিয়োগ পেয়েছি। এখন আমরা এ বিষয়ে আরও স্টাডি করছি, সার্ভে করছি। ফলাফল পেতে আরও কিছুটা সময় লাগবে আমাদের।

উল্লেখ্য, ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ডিএনসিসির সঙ্গে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সমঝোতা চুক্তিতে নিয়োগ পান চিফ হিট অফিসার বুশরা আফরিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD