শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন




সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৭ জুন, ২০২৩ ১০:৩৪ am
accidents highway hig hway road crash uttara road accident উত্তরা রোড দুর্ঘটনা এক্সিডেন্ট দুর্ঘটনা রোড সড়ক মহাসড়ক যানজট রাস্তা বাস গাড়ি সড়ক Accident road bus gridlock Study in India comp Road Accident accident ambulance অ্যাম্বুলেন্সে medically equipped vehicle transports patients treatment facilities hospitals hospital medical care provided patient transport Ambulances emergencies emergency services এ্যাম্বুলেন্স এম্বুলেন্স রোগী পরিবহন যানবাহন হাসপাতাল জরুরি চিকিৎসা সেবা Fire Incident Fire Service কারখানা শিখা আগুন নির্মাণ দুর্ঘটনা হতাহত নিহত অগ্নিকাণ্ড অগ্নি ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর bm কর্মক্ষেত্র ঝুঁকি কারখানা আগুন কারখানা আগুন ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিলেট
file pic

সিলেটের নজিরবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন, সুনামগঞ্জের দিরাই ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৩০), সাহেদ নুর (৪৫), সাগর (২০), বাহাদুর পুরের ওয়াহিদ আলী (৩০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিকবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারা হতাহত হয়। আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানা পুলিশের ডিউটি অফিসার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহতদের মধ্যে দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

মোট কতজন আহত হয়েছেন এখনো পর্যন্ত জানা যায়নি বলে তিনি জানান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD