শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন




সহবাসের পর দেরিতে গোসল করা যাবে কি?

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:৫৭ pm
rever bath rever Borrowed from Sanskrit स्नान snāna Doublet of চান can snan स्नान স্নান ardhatatsama bath shower bathe wash স্নান কক্ষ স্নান গৃহ স্নান ঘর স্নান শালা bathroom সর্বাঙ্গ ধৌত করণ নাওয়া গোসল
file pic

প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

টেলিফোনের মাধ্যমে কাজী মঞ্জুর আহমেদ জানতে চেয়েছেন, সহবাসের পর দেরিতে গোসল করা যাবে কি?

উত্তর: ধন্যবাদ প্রশ্নটির জন্য। সহবাসের পর কেউ যদি গোসল দেরিতে করেন তাহলে গুনাহগার হবেন। দেরি করা জায়েজ নেই। সেক্ষেত্রে কতটুকু দেরি করছেন গুনাহ তার ওপর নির্ভর করবে। তবে এই গোসলে দেরি করা জায়েজ নেই। উত্তম হচ্ছে, যতদ্রুত সম্ভব গোসল করা। সহবাসের গোসলে দেরি না করাই সুন্নাহ। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD