শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন




‘ফিফা দ্য বেস্ট’- এর সংক্ষিপ্ত তালিকায় মেসি-আলভারেজ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:২২ am
file pic

দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে গত জানুয়ারিতে ‘ফিফা দ্য বেস্ট’ সেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছিলেন লিওনেল মেসি। বছর গড়াতেই আবারও এই পুরস্কারের জন্য মনোনীত হলেন ইন্টার মায়ামি তারকা। এবার তার সঙ্গী জাতীয় দলের সতীর্থ জুলিয়ান আলভারেজ।

এছাড়াও ‘ফিফা দ্য বেস্ট’ ছেলেদের পুরস্কারের ১২ জনের সংক্ষিপ্ত তালিকায় আছেন ফরাসি তারকা এমবাপ্পে। আছেন গত মৌসুমে ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটির পাঁচ খেলোয়াড় আরলিং হালান্ড, কেভিন ডি ব্রুইন, এডারসন, ইলকায় গুন্ডোয়ান ও বার্নার্দো সিলভা।

এই পুরস্কারের জন্য খেলোয়াড়দের ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। সেরা খেলোয়াড় নির্বাচনে ফুটবল ভক্তরা ভোট দিতে পারবেন ফিফা দ্য বেস্টে। ফিফার ওয়েবসাইটে আগামী ৬ অক্টোবর পর্যন্ত দেওয়া যাবে ভোট।

ফিফা দ্য বেস্টের মনোনয়ন পেলেন যারা

সেরা পুরুষ খেলোয়াড়
জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা), মার্সেলো ব্রোজোভিচ (ক্রোয়েশিয়া), কেভিড ডি ব্রুইন (বেলজিয়াম), ইলকায় গুন্ডোয়ান (জার্মানি), আরলিং হালান্ড (নরওয়ে), রুদ্রি (স্পেন), খিচা কাভারাস্কেইয়া (জর্জিয়া), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), লিওনেল মেসি (আর্জেন্টিনা), ভিক্টর ওসিমেন (নাইজেরিয়া), ডেকলান রাইস (ইংল্যান্ড) ও বার্নার্দো সিলভা (পর্তুগাল)।

সেরা নারী খেলোয়াড়
আইতানা বোনমাতি (স্পেন), লিন্ডা কাইসেদো (কলম্বিয়া), র‌্যাচেল ডেলি (ইংল্যান্ড), কাদিদিয়াতু দিয়ানি (ফ্রান্স), ক্যাইটলিন ফুর্ড (অস্ট্রেলিয়া), মেরি ফাউলার (অস্ট্রেলিয়া), অ্যালেক্স গ্রিনউড (ইংল্যান্ড), হেনি হেরমোসো (স্পেন), লিন্ডসে হোরান (যুক্তরাষ্ট্র), আমান্ডা ইলেস্টেট (সুইডেন), লরেন জেমস (ইংল্যান্ড), স্যাম কার (অস্ট্রেলিয়া), মাপি লিওন (স্পেন), হিনাতা মিয়াজাওয়া (জাপান), সালমা পারায়উয়েলো (স্পেন) ও কেইরা ওয়ালশ (ইংল্যান্ড)।

সেরা গোলরক্ষক-পুরুষ
ইয়াসিন বুনু (মরক্কো), থিবো কোর্তোয়া (বেলজিয়াম), এডারসন (ব্রাজিল), আন্দ্রে ওনানা (ক্যামেরুন), মার্ক-আন্দ্রে টের স্টেগান (জার্মানি)।

সেরা গোলরক্ষক-নারী
ম্যাকেঞ্জি আরনল্ড (অস্ট্রেলিয়া), অ্যান-কাতরিন বার্গার (জার্মানি), ক্যাটালিনা কোল (স্পেন), মেরি ইয়ার্পস (ইংল্যান্ড), ক্রিস্টিয়ানে এন্ডলার (চিলি), জেসিরা মুসোভিচ (সুইডেন), সান্দ্রা পানিয়োস (স্পেন)।

সেরা কোচ-পুরুষ দল
পেপ গার্দিওলা (স্পেন), অ্যাঞ্জে পোস্তেকোগলু (অস্ট্রেলিয়া), লুসিয়ানো স্পালেত্তি (ইতালি), জাভি (স্পেন), সিমোনে ইনজাগি (ইতালি)।

সেরা কোচ-নারী দল
পিটার গেরহার্ডসন (সুইডেন), হোনাতান জিরালদেজ (স্পেন), টনি গুস্তাভসন (সুইডেন), এমা হেইস (ইংল্যান্ড), সারিনা ভিগমান (সুইডেন)।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD