রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন




মূল্যস্ফীতি নিয়ে আমরা খুবই সন্ত্রস্ত: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ৪:১৪ pm
Shamsul Alam Minister of Planning পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ecnec প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক Executive Committee of the National Economic Council এনইসি সম্মেলন একনেক সভায় প্রধানমন্ত্রী পিআইডি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ে আমরা খুবই সন্ত্রস্ত। মানুষের কষ্ট হচ্ছে। বিষয়টি সরকারকেও ভাবাচ্ছে। তবে পণ্যের সরবরাহ বাড়লে মূল্যস্ফীতি কমে আসবে বলে আমার বিশ্বাস।

রোববার (১৭ সেপ্টেম্বর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মানবাধিকার সংস্থা আদিলুর রহমানের সাজার প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপার ইউরোপীয় ইউনিয়ন বিবৃতি দিচ্ছে, হেফাজত নিয়ে তারা যে রিপোর্ট করেছিল তা সঠিক ছিল না। সঠিক তথ্য তো দিতে হবে।

অধিকার কাজ করবে তাতে আপত্তি নেই কিন্তু ৬১ নিহতের সংখ্যা কোথায় পেল। ভুল তথ্য দিয়েছে প্রচলিত বিচারে সাজা হয়েছে। তবুও কেন এতকিছু হচ্ছে।

ভুল ডাটা দিয়ে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। আমি নিজেও ফেসবুক বুলিংয়ের শিকার হয়েছি। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের দরকার আছে।

ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মিরধার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি আজ অনুষ্ঠিত হয় রাজধানীর পল্টনস্থ ইআরএফ কার্যালয়ে।




আরো






© All rights reserved © 2022-2023 outlookbangla

Developer Design Host BD