বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন




বেঁধে দেয়া দামে মিলছে না ডিম, আমদানির সিদ্ধান্ত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২০ pm
animal eggs chickens harvested egg food fowl especially chickens ডিম হালি ব্রয়লার মুরগি বাজার খুচরা পাইকারি বাচ্চা ফিড ব্যবসায়ী খামারি ডজন ফার্ম মুরগি সাদা ডিম হাঁস ডিম সোনালি মুরগি দেশি মুরগি পোল্ট্রি খামার ডিম-মুরগি egg
file pic

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে বাজারে ডিম বিক্রি হচ্ছে না। বিষয়টি আমলে নিয়ে ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরফলে বাজারে ডিমের দামে প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশে প্রতিদিন ৪ কোটি ডিম প্রয়োজন হয়। তাই প্রাথমিকভাবে একদিনের ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এরফলে দাম কমলে আর আমদানির প্রয়োজন হবে না। নাহলে আবার আমদানির অনুমতি দেওয়া হবে।

তিনি জানান, চারটি প্রতিষ্ঠানের মধ্যে একটি ভারত থেকে ডিম আমদানি করবে। বাকিগুলো তাদের পছন্দমতো দেশ থেকে আনতে পারবে।

এসময় বাণিজ্য সচিব বলেন, ‘মুক্তবাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বাজারে পণ্য থাকলেও দাম বেড়ে যায় কখনও কখনও। সেটা নিয়ন্ত্রণ করতেই আইন অনুযায়ী আমদানি করা যায়।’

এসময় আলুর দাম প্রসঙ্গেও কথা বলেন সচিব। তিনি বলেন, ‘আলুর দাম নিয়ন্ত্রণে আনতে শিগগিরই কোল্ড স্টোরেজগুলোতে অভিযান চালাবে বাণিজ্য মন্ত্রণালয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিম, পেঁয়াজ ও আলুর যে দাম বেঁধে দেওয়া হয়েছে; সেটার প্রভাব বাজারে পড়তে একটু সময় লাগছে। দুই-একদিনের মধ্যেই দাম নিয়ন্ত্রণে আসবে। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং আরও বাড়ানো হচ্ছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD