সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন




প্রাইম ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৪৯ pm
dividend লভ্যাংশ ঘোষণা devedend recommended লভ্যাংশ
file pic

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে প্রাইম ইন্স্যুরেন্সের ২৭তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুজাদুর রহমান। সভায় কোম্পানির পরিচালকগনের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাঃ শওকত আলী, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, ক্লেইম এন্ড রি-ইন্স্যুরেন্স কমিটির চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ, ইনভেস্টমেন্ট কমিটির চেয়ারম্যান এ এন এম শহীদুল হক, মোঃ আসাদুজ্জামান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ নুরুল ইসলাম মোল্লা ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত ছিলেন।

এছাড়াও মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, চীফ কনসালটেন্ট কে এম সাইদুর রহমান এফসিএস সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অনলাইন প্লাটফর্মে সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মো. মাহমুদুল হাসান এফসিএস।

সভায় কোম্পানির চেয়ারম্যান গ্রাহকদের সর্বদা সর্বোচ্চ আধুনিক সেবা প্রদান ও শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি কোম্পানির কার্যক্রমের প্রতি আস্থা জ্ঞাপনের জন্য শেয়ারহোল্ডারদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বর্তমান সময়ের প্রতিকুল পরিস্থিতিতে সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও সকল স্তরের নির্বাহী কর্মকর্তা-কর্মচারীদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD