মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর সব রুটের টিকিটে ১৬ শতাংশ ছাড় ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের সব অভ্যন্তরীণ রুটসহ চেন্নাই, দিল্লি, কলকাতা, কাঠমান্ডু, গুয়াংজু, নারিতা, আবুধাবি, দুবাই ও ম্যানচেস্টার রুটে এ ছাড় প্রযোজ্য হবে। ১৬ ডিসেম্বর দিনব্যাপী (২৪ ঘণ্টা) এ ছাড় চলবে। যাত্রীরা ১৬ ডিসেম্বরসহ শিডিউলে থাকা পরবর্তী যে কোনো তারিখের টিকিট সেদিন ডিসকাউন্টে কিনতে পারবেন।
বিমানের নিজস্ব সকল সেলস সেন্টার, বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট, বিমানের মোবাইল অ্যাপস এবং বিমান কল সেন্টার +৮৮০১৯৯০৯৯৭৯৯৭ থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ১৬ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIJOY23BG ব্যবহার করতে হবে।