বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন




ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানি সোমবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ৩:০৯ pm
World Court International Court of Justice ICJ আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি icc International Crimes Tribunal International Criminal Court
file pic

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ফিলিস্তিনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের মৌখিক শুনানির তারিখ কাল নির্ধারণ করা হয়েছে। এ দিন ফিলিস্তিন যুক্তিতর্ক উপস্থাপন করবে।

নেদারল্যান্ডের রাজধানী দ্য হেগে স্থানীয় সময় ৯টায় এ শুনানি শুরু হবে। আদালতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলা থেকে এটি সম্পূর্ণ আলাদা।

আইসিজের এ শুনানিতে ৫২টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থা অংশ নেবে। এতে প্রথমে কথা বলবে ফিলিস্তিন। সব মিলিয়ে এ শুনানি শেষ হতে ছয় দিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠার পর এত বেশিসংখ্যক দেশ এই প্রথম কোনো শুনানিতে অংশ নিচ্ছে। এ উপস্থিতি প্রমাণ করছে যে কয়েক দশক ধরে চলে আসা সংকট সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারে সমর্থন ক্রমেই বাড়ছে।

সংস্থাটির জ্যেষ্ঠ আইনবিষয়ক উপদেষ্টা ক্লাইভ বল্ডউইন বলেন, প্রথমবারের মতো আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের ছয় দশক ধরে চলা দখলদারিত্ব ও অবিচারের বিষয়টি বড় আকারে নিয়েছে।

তিনি বলেন, যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করবে; তাদের উচিত যে এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলের বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী যেসব গুরুতর অপরাধ করেছে তা তুলে ধরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD