রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন




আশঙ্কা আনিসুল ইসলামের

আশঙ্কা আনিসুল ইসলামের: মিয়ানমার সংকটে বাংলাদেশ-ভারতের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ৯:৫০ pm
মিয়ানমার Myanmar Burma map মিয়ানমার বার্মা মিয়ানমার ম্যাপ মানিচত্র
file pic

মিয়ানমার সংকটের কারণে বাংলাদেশ ও ভারতের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। এ বিষয়ে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেওয়া বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।

আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘রোহিঙ্গা সংকট, মিয়ানমার সমস্যা, রাখাইনের যুদ্ধ নিয়ে মার্কিন থিংকট্যাংকের আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন- যে পরিস্থিতি এখন মিয়ানমারে আছে এই পরিস্থিতির কারণে বিশেষ করে রাখাইনে যে যুদ্ধ চলছে, এর কারণে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। বাংলাদেশ এবং ভারত- দুই দেশেরই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এ ব্যাপারে আমাদের আরও পদক্ষেপ নেওয়া উচিত। বিশেষ করে আন্তর্জাতিক যেসব গোষ্ঠী আছে, যারা এখানে আছে (তাদের যুক্ত করে)।’

তিনি বলেন, ‘বিশেষ করে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে এ বিষয়টি উপস্থাপন করা উচিত। এখানে যেটা দেখা যাচ্ছে রাখাইনরা তাদের যুদ্ধ আমাদের সীমান্তে ফোকাস করেছে। এর কারণ সীমান্ত চৌকিগুলো যা আছে, এগুলো বিচ্ছিন্নভাবে আছে, খুব সহজে তারা দখল করতে পারে। আরেকটা বিষয় তাদের এই যুদ্ধে বাংলাদেশ যদি ক্ষতিগ্রস্ত হয়, বাংলাদেশ যদি এর সঙ্গে জড়িয়ে যায়- সেখানে রাখাইনরা একটা অ্যাডভানটেজ নেওয়ার চেষ্টা করতে পারে।’

আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, ‘যেহেতু কক্সবাজার আর মিয়ানমার পাশাপাশি এবং ১২ লাখ রোহিঙ্গা বর্তমানে এখানে আছে। এ কারণে সেখানে সন্ত্রাস, জঙ্গিবাদের উত্থান হতে পারে। পরবর্তী সময়ে এগুলো আমাদের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে অনেকেই মনে করেন। যেটা ডোলান্ড লু তার বক্তব্যে বলেছেন।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD