সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কমছে ১৮ হাজার কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের গতি কম থাকায় এই টাকা এডিপি থেকে কাটা হচ্ছে। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আকার ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন দেওয়া হতে পারে।
জানা গেছে, বিদেশি সহায়তা থেকে এডিপি কমবে সাড়ে ১০ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ৮৩ হাজার ৫০০ কোটি টাকা, আর দেশজ উৎসের অর্থ কমছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। সংশোধিত এডিপিতে দেশজ উৎসের অর্থের পরিমাণ দাঁড়াচ্ছে ১ লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা। গতবারও সংশোধিত এডিপিতে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছিল।
চলতি মাসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ কর্মকর্তা ও প্রকল্প পরিচালকদের সঙ্গে বৈঠক করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম বিভাগ। সেখানে প্রকল্পের কর্মকর্তারা প্রকল্প সহায়তার পক্ষেই মত দিয়েছেন। তাঁদের মতামত ও বাস্তবায়ন সক্ষমতার ভিত্তিতে এডিপির আকার কমানো হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ৬ মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে ২২ দশমিক ৪৮ শতাংশ, একই সময় আগের ১৩ বছরের তুলনায় যা সর্বনিম্ন। গত জুলাই-ডিসেম্বর সময়ে খরচ হয়েছে ৬১ হাজার ৭৩৯ কোটি টাকা, বর্তমানে এডিপিতে প্রকল্প আছে ১ হাজার ৩৯২টি।