রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন




কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় বাড়লো দুই মাস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪ ৬:১৭ pm
করদাতা nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর nbr আয়কর রিটার্ন Income tax National Income Tax Day জাতীয় আয়কর দিবস আয়কর দিবস aikor nbr National Board of Revenue জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর
file pic

কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় দুই মাস বেড়েছে। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির রিটার্ন দেওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি বিভাগের আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ২০২৩-২৪ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানির রিটার্ন দাখিলে ৩০ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অনুরোধ করে চিঠি পাঠায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম। এরপর এনবিআর আজ সেই সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল নির্ধারণ করেছে।

এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, নতুন আয়কর আইন-২৩ সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এ ছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার-সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র প্রস্তুত করার কাজে বিলম্ব হচ্ছে। এ ছাড়া নিরীক্ষা প্রতিষ্ঠানের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন পেতে দেরি হচ্ছে। সে জন্য তারা কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধির আহ্বান জানিয়েছিল।

কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি। গত বছরের নভেম্বরে তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়। এবার তা আবার বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD