বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন




বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪ ৫:৪৯ pm
Angelo Mathews শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ম্যাথিউস-Cricket ஏஞ்சலோ மேத்யூஸ் ඇන්ජෙලෝ මැතිව්ස් Cricket sri lanka Cricket-sri lanka Sri-Lanka sri lanka National Flag শ্রীলঙ্কা শ্রীলংকা
file pic

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে এবারের সফরের যাত্রা শুরু করবে লঙ্কানরা।

এরইমধ্যে হয়ে গেছে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের চায়ের বাগানে তিন ম্যাচের সিরিজের এই ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।

এই সিরিজের মাধ্যমে তিন ফরম্যাটের নিয়মিত অধিনায়ক হওয়ার পর প্রথম কোনো সিরিজে খেলতে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে ট্রফি উন্মোচনে পোজ নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আশালঙ্কা।

আগামীকাল সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। সিরিজের বাকি ম্যাচ দুটি হবে একই মাঠে ৬ ও ৯ মার্চ।

এই সিরিজ শেষ করে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD