দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। ৬১ থেকে ৭০ বছর বয়সী এই পুরুষ রোগী রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ নিয়ে চলতি বছর করোনায় ১৫ জনের মৃত্যু হলো। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ছিলেন ৪৬ জন। ৭৫৮ জনের নমুনা পরীক্ষা হয়। রোগী শনাক্তের হার ৬ দশমিক ৪৬।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। পরে ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু ঘটে। এখন পর্যন্ত ২০ লাখ ৪৮ হাজার ৮৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ৮২০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯২ জনের।