ইসলামী ধারার বেসরকারি এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক। আজ বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক্সিম ব্যাংকের এক পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আপাতত বেসরকারি পদ্মা ব্যাংককে আমাদের ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে।
শিগগিরই এ সিদ্ধান্ত অনুমোদনের জন্য বাংলাদেশ ব্যাংকে পাঠানো হবে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
একীভূত হওয়ার বিষয় জানতে চাইলে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান আফজাল করিম বলেন, এ বিষয় আলোচনা হয়েছে। চূড়ান্ত কিছু হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এর বেশি কিছু বলা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক এক প্রতিবেদনে দেশের ৩৮টি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১২টির অবস্থা খুবই খারাপ, এছাড়া ৯টি ব্যাংক ইতোমধ্যে রেড জোনে চলে গেছে। অপর ৩টির অবস্থান ইয়েলো জোনে অর্থাৎ রেড জোনের খুব কাছাকাছি রয়েছে।
২০২৩ সালের জুন থেকে অর্ধ-বার্ষিক আর্থিক কর্মক্ষমতার ভিত্তিতে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য ব্যাংকের স্বাস্থ্য সূচক তৈরি করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগ।
গত কয়েক বছর ধরে ধুঁকছে পদ্মা ব্যাংক। অবশেষে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে এটি। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংকিং খাতে যা হবে প্রথম একীভূতকরণ।
সম্প্রতি ব্যাংকস হেলথ ইনডেক্স (বিএইচআই) অ্যান্ড হিট ম্যাপ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের। সেই প্রতিবেদন অনুযায়ী, রেড জোনে আছে পদ্মা ব্যাংক। আর ইয়েলো জোনে রয়েছে এক্সিম ব্যাংক।
সরকার নতুন নয়টি ব্যাংকের অনুমোদন দেওয়ার পর ২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে প্রতিষ্ঠিত হওয়া পদ্মা ব্যাংক প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় টিকে থাকার চ্যালেঞ্জে পড়ে। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালে ২০১৭ সালে এর মালিকানা ও ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়।
ফারমার্স ব্যাংককে আর্থিক দুরবস্থা থেকে উদ্ধার করতে সরকার উদ্যোগ নিতে শুরু করে। পরে ২০১৯ সালে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরুর পর ব্যাংকটি বিপুল পরিমাণ ঋণ পরিশোধের কথা জানায়। চলতি বছরের জানুয়ারিতে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফাত।
এদিকে পদ্মা ব্যাংক ছাড়াও সংকটে পড়া অন্যান্য ব্যাংককে সিটি ও ইস্টার্ন ব্যাংকের মতো ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে বলে জানিয়েছেন একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
বাংলাদেশের দুর্বল ব্যাংকগুলোর মধ্যে আইসিবি ইসলামিক ব্যাংক, কমার্স ব্যাংক, এবি ব্যাংক, বেসিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, জনতা ব্যাংক ও কৃষি ব্যাংক অন্যতম।
এর আগে, গত বছরের ডিসেম্বরে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার অবনতির মধ্যে একীভূতকরণ ও অধিগ্রহণের দিকনির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংক প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) ফ্রেমওয়ার্ক নামে একটি গাইডলাইন জারি করে। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে সঞ্চয়কারীসহ অনেকের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
মেজবাউল হক বলেন, দুর্বল ব্যাংকের সঙ্গে একীভূতকরণ ও অধিগ্রহণের ক্ষেত্রে আমানতকারীদের স্বার্থ প্রথম অগ্রাধিকার হবে। একইসঙ্গে শক্তিশালী ব্যাংকগুলোর সুরক্ষাও অগ্রাধিকার পাবে।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার আনুষ্ঠানিকভাবে ব্যাংক মালিকদের জানিয়েছিলেন, এক বছরের মধ্যে দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে এবং সেজন্য ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা কাজ করছে। তিনি আশ্বাস দিয়েছিলেন, এই একীভূতকরণ শক্তিশালী ও দুর্বল উভয় ব্যাংককে সহায়তা করবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তার মতে, দেশের ৬১টি ব্যাংকের মধ্যে প্রায় ৪০টি ভালো করছে। বাকিরা দুর্বল এবং তাদের মধ্যে দশটি একীভূত হবে। ভালো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূতকরণ বিশ্বব্যাপী একটি স্বীকৃত পদ্ধতি।