বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:১৩ অপরাহ্ন




গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে আরও এক নারীর মুত্যু, নিহত বেড়ে ১৪

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ১১:৫৩ am
Sheikh Hasina National Institute of Burn and Plastic Surgery sheikh hasina burn unit বার্ন ইনস্টিটিউট শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
file pic

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমলা খাতুন (৬৫) নামে দগ্ধ আরও এক নারীর চিকিৎসাধীন মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ওই নারীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত নারী, শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, কালিয়াকৈর উপজেলার তেলিরচলা এলাকায় শফিকুল ইসলামের ঘরে বুধবার সন্ধ্যায় ঘরের সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে যায়। পাশের একটি দোকান থেকে নিজেই একটি গ্যাস সিলিন্ডার কিনে এনে ঘরের ভেতর চুলার সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এ সময় সিলিন্ডারের চাবি ভেঙে যায়।

এতে গ্যাস ঘরের ভেতর ছড়িয়ে পড়তে থাকে। তখন তিনি সিলিন্ডারটি বাইরে ফেলে দেন। তখনো গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। এ সময় পাশের অন্য একটি ঘরের লাকড়ির চুলার আগুন গ্যাসের সংস্পর্শে এলে দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশের ঘরে ও বাইরে থাকা লোকজনের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে নারী, পুরুষ ও শিশু মিলিয়ে ৩৬ জন দগ্ধ হন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD