বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন




দেশে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ৯:১৩ pm
Minister for the Ministry of Power, Energy, and Mineral Resources Nasrul Hamid বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ
file pic

আগামী ২০৩১ সালের মধ্যে দেশে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, টেকসই কৃষি ব্যবস্থা ও নবায়নযোগ্য জ্বালানির গুরুত্বারোপ করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিজেল থেকে সোলার সেচ পাম্প রূপান্তর করা হচ্ছে। এটি শুধু কার্বন নিঃসরণই কমাবে না; সেইসঙ্গে ভূগর্ভস্থ জল সম্পদ সংরক্ষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখবে।

জার্মানির বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ ২০২৪ এ বুধবার (২০ মার্চ) এসব কথা তুলে ধরেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের সব ধরনের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেয়া হয়। ‘ডায়ালগ হাব : এনার্জি-ওয়াটার ফুড নেক্সাস : হলিস্টিক সল্যুশন ফর ফুড অ্যান্ড ওয়াটার সাপ্লাই পাওয়ারড বাই রিনিউঅ্যাবল’ শীর্ষক প্যানেল ডিসকাশনে এসব পরিবেশসহ বিদ্যুৎখাতের অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নসরুল হামিদ বলেন, ২০৩১ সালের মধ্যে ৪৫ হাজার সোলার সেচ পাম্প স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ১৩ লাখ কৃষক সুবিধা পাবে বলে আশা করা যাচ্ছে। সেই সঙ্গে ডিজেল ব্যবহার উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া কমে আসবে।

ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন প্রশমিত করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ও বিনিয়োগ বাড়াতে হবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, আর্থিক যোগান ও অভিজ্ঞতার বিনিময় টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান প্রতিমন্ত্রী । এ সময় বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগ-২০২৪-এ অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD