রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন




প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৯৫ টাকায়

প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬৯৫ টাকায়: গরুর মাংসের দাম কেন ১০০ টাকা বাড়ালেন খলিল?

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ৮:৫৩ pm
red meet red-meet food chicken sheep rabbits pigs cattle Mutton Beef খাদ্য পেশী চর্বি কলা দেহযন্ত্র কলিজা বৃক্ক হাড় কোরবানি মহিষ গরুMeat মাংস গোশত
file pic

গরুর মাংসের দাম কমিয়ে আলোচনায় থাকা রাজধানীর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে মাংসের দাম বাড়িয়েছেন। রোজার প্রথম দিন থেকে প্রতি কেজি গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রি করে আসছিলেন তিনি। এখন ১০০ টাকা বাড়িয়ে ৬৯৫ টাকায় বিক্রি করছেন।

খলিল গোস্ত বিতানের স্বত্বাধিকারী খলিলুর রহমান বলেন, খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়াতে হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, খামারে গরুর দাম আগের মতোই আছে। বাংলাদেশের কেউ বলতে পারবে না গরুর দাম বেড়েছে। হঠাৎ রমজানে গরুর দাম বাড়ার কোনো কারণ নেই। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভমূল্যের গাড়িতে ৬০০ টাকায় মাংস বিক্রি করেও সীমিত লাভ হচ্ছে। মালিবাগের খোরশেদ ৬০০, পুরান ঢাকার নয়ন আহমেদ ৫৭০ ও মিরপুরের উজ্জ্বল ৫৮০ টাকায় এখনও গরুর মাংস বিক্রি করছেন। ঢাকার ১৮টি স্থানে কম দামে মাংস বিক্রি হচ্ছে।

ইমরান হোসেন বলেন, খলিলুর রহমান সারা জীবন বাজারের চেয়ে ৫০ টাকা বেশি দামে মাংস বিক্রি করেছেন। হঠাৎ গত ছয় মাস ধরে কম দামে বিক্রি করে তিনি ভাইরাল হন। কিন্তু এখন আবার কেন দাম বাড়িয়েছেন তা তিনিই ভালো বলতে পারবেন। সরকার চাইলে সবাই একদামে গরুর মাংস বিক্রি করতে বাধ্য হবে। এ জন্য একটা যৌক্তিক দাম নির্ধারণ করে দিতে হবে।

অনেক দিন ধরে কিছু ব্যবসায়ী, সুপারশপের কর্মকর্তা ও কিছু ক্রেতা অভিযোগ করছেন, খলিল কম দামে বিক্রি করে ভাইরাল হওয়াকে পুঁজি করে নিম্নমানের মাংস বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছেন। তবে চলতি মাসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই ব্যবসায়ীকে ‘ব্যবসায় উত্তম চর্চার স্বীকৃতি’ দিয়ে পুরস্কৃত করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD