বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন




এক বছরে সিজারিয়ান ডেলিভারি বেড়েছে ৯.৩ শতাংশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মার্চ, ২০২৪ ৪:৪৪ pm
pregnancy test Condom Physical Intimacy sex sexual intercourse pregnancy sexually transmitted কনডম কন্ডোম জন্মনিরোধক গর্ভধারণ যৌনসংগম গর্ভধারণ গনোরিয়া সিফিলিস এইচআইভি যৌনরোগ প্রতিরোধক পুরুষাঙ্গ সঙ্গম condom প্রেগ্নেন্সি সন্তান ডেলিভারি সিজারিয়ান অপারেশন নরমাল ডেলিভারির পেইন
file pic

গত এক বছরে সিজারিয়ান ডেলিভারি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সিজারিয়ান ডেলিভারির হার ৫০ দশমিক ৭ শতাংশ ছিল। আর ২০২২ সালে মোট প্রসবের ৪১ দশমিক ৪ শতাংশ ছিল সিজারিয়ান ডেলিভারি। অর্থাৎ এক বছরে সিজারিয়ান ডেলিভারি বেড়েছে ৯ দশমিক ৩ শতাংশ।

রোববার (২৪ মার্চ) পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একে উদ্বেগজনক বলে মন্তব্য করে স্যাম্পল ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেমের (এসভিআরএস) প্রকল্প পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যু হারও বেড়েছে। ২০২২ সালে যেখানে প্রতি হাজারে ৩১ জন শিশু মারা গিয়েছিল, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩৩ জনে।

২০২২ সালে এক মাসের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ১৬ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২০ জনে।

২০২২ সালে এক বছরের কম বয়সী প্রতি হাজার শিশুর মধ্যে মারা যায় ২৪ জন, ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ২৭ জনে।

এছাড়া, ২০২৩ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৩ বছরে, যা ২০২২ সালে ছিল ৭৩ দশমিক ৪ বছর।

সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ১৭ লাখ বেড়ে দেশের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ। মোট জনসংখ্যার মধ্যে নারী ৮ কোটি ৭৩ লাখ এবং পুরুষ ৮ কোটি ৪২ লাখ। অর্থাৎ দেশের পুরুষের চেয়ে ৩১ লাখ বেশি নারী।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD