বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১১ অপরাহ্ন




ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি চুক্তি আপতত সই হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মার্চ, ২০২৪ ৭:২৪ pm
mahmud hasan mahmud_2 dr hasan mahmud আওয়ামী লীগ হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ hasan MoFA Ministry Of Foreign Affairs Ministry-Of-Foreign-Affairs পররাষ্ট্রমন্ত্রী Foerign_minstry_momen পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী Foreign Minister Ministry of Foreign Affairs পররাষ্ট্র মন্ত্রণালয়
file pic

আপতত ভুটান থেকে জলবিদ্যুৎ প্রকল্প আমদানি চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুকের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

ভুটানের ট্রাভেল ট্যাক্স বিষয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, এটি স্পেসিফিকভাবে আলোচনা করিনি। এগুলো হচ্ছে ওয়ার্কিং লেভেলের আলোচনা। মূলত বিবিআইএন-এ জয়েন করার বিষয়গুলো আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভুটান থেকে জলবিদ্যুৎ আমাদানি চুক্তি সই হবে কি না জানতে চাইলে তিনি বলেন, জলবিদ্যুৎ চুক্তি এই যাত্রায় সই হবে না। কারণ আমাদের আরেকটু কাজ করতে হবে। তবে আমরা আশা করছি খুব সহসাই সেটি সই করতে পারবো।

জলবিদ্যুতের মাঝখানে কী আছে জানতে চাইলে তিনি বলেন, ভারতের ওপর দিয়েই তো লাইন আসতে হবে। ভারত কিন্তু নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ফ্যাসিলিটেড করেছে, সুতরাং ভুটান থেকে আমদানির ক্ষেত্রেও সহায়তা করবে এটাই স্বাভাবিক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD