সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন




সিরিজ নিশ্চিত করতে আজ মাঠে নামছে বাংলাদেশ, দেখে নিন সম্ভব্য একাদশ

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪ ১০:০৪ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan Cricket-Bangladesh-U19
file pic

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি আছে তিন ম্যাচ। একটিতে জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিক বাংলাদেশের। সেই লক্ষ্যে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছেন শান্ত-মাহমুদউল্লাহরা।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল ৩টায়।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশি বোলাররা ঠিকঠাক থাকলেও ব্যাটিং ছিল নড়বড়ে। জিম্বাবুয়ের দেওয়া মাঝারি সংগ্রহের পিছু ছুটতেও যেন ব্যাটারদের কষ্ট হয়ে যাচ্ছিল। ভালো শুরু এনে দিতে পারেননি লিটন কুমার দাস কিংবা নাজমুল হোসেন শান্তরা। প্রথম ম্যাচে ফিফটি করলেও দ্বিতীয়তে নিষ্প্রভ ছিলেন তানজিদ হাসান তামিম।

এমন ব্যাটিং দেখে হতাশ খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘সত্যি বলতে জিম্বাবুয়ের বিপক্ষে আমরা দুটি ম্যাচ জিতেছি ঠিকই, তবে ব্যাটিংটা ভালো লাগেনি। ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে। ব্যাটিংটা ভালো না হলেও বোলাররা বোলিং খুব ভালো করছে।’

তৃতীয় ম্যাচে বাংলাদেশের চ্যালেঞ্জ তাই ব্যাটিং ভালো করার। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এমন সময়ে ব্যাটিংটা ঠিকঠাক না হলে ভুগতে হবে ভালোভাবেই। যদিও স্বাগতিকদের আপাতত লক্ষ্য সিরিজ জেতা। সিরিজ শুরুর আগে অধিনায়ক শান্ত বলেছিলেন, সিরিজ জিততে চাই। আপাতত লক্ষ্য এটিই। বাংলাদেশের সহকারী কোচ নিক পোথাস আজ সোমবার (৬ মে) একই কথা বললেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। পরীক্ষা-নিরীক্ষা পরে হবে। আন্তর্জাতিক সিরিজ খেললে আগে জয়ের কথা ভাবতে হয়।’

সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরত্বে বাংলাদেশ। শক্তিমত্তায় জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে জয়ের প্রত্যাশাই করছে দলটি। বাকিটুকু মাঠের খেলা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD