সোমবার, ২০ মে ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন




তেঁতুলিয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি যুবক নিহত

আউটলুকবাংলা রিপোর্ট
  • প্রকাশের সময় : বুধবার, ৮ মে, ২০২৪ ১১:১৪ am
India flag ভারত পতাকা Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি Border Security Force BSF সীমান্ত প্রহরী সংস্থা পাহারা বর্ডার সিকিউরিটি ফোর্স ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ Border Guards Bangladesh BGB Military force security বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষক বাহিনী বিজিবি বাংলাদেশ ভারত সীমান্ত
file pic

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। বিএসএফ নিহতদের মরদেহ নিয়ে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে রণচণ্ডী বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ৪৪৭ পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আলী (২৩) তিরনইহাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল (২৪) একই উপজেলার সদর ইউনিয়নের মাগুরা গ্রামের জুনু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি এলাকায় দরগাসিং সীমান্ত এলাকায় হঠাৎ দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। কিছুক্ষণ পরে বিএসএফ মরদেহ দুটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ভারতের অভ্যন্তরে দুই জন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।(যুগান্তর)




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD