বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন




ইসরাইলকে ফের ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চান বাইডেন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ মে, ২০২৪ ১০:৪৭ am
American politician president Joseph Robinette Joe Biden মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
file pic

বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরাইলকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে তিনি কংগ্রেসের অনুমোদন চেয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে এ খবর প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাংক খাতে রয়েছে ৭০০ মিলিয়ন ডলার, আরও ৫০০ মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ৬০ মিলিয়ন ডলার রয়েছে মর্টার শেলে। গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরাইলি অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে। অবশ্য, সবকিছু ইসরাইলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে।

ইসরাইলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ফলে বাইডেনের ওপর বেশ চাপ সৃষ্টি হয়েছিল। গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওইসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়েছিল।

রাফাতে ইসরাইলের সামরিক অভিযান হামাসের সঙ্গে আলোচনায় ‘আমাদের পিছিয়ে দিয়েছে’ এই কথা উল্লেখ করে মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার বলেছে, আলোচনায় ‘প্রায় অচলাবস্থায়’ দেখা দিয়েছে।

কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, ‘দুর্ভাগ্যবশত বিষয়গুলো সঠিক পথে এগোয়নি এবং এখন আমরা প্রায় অচলাবস্থার মধ্যে রয়েছি। অবশ্যই, রাফা নিয়ে যা ঘটেছে তা আমাদের পিছিয়ে দিয়েছে।’

কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এই কথা বলেছেন।

সূত্র: টাইমস অব ইসরাইল ও এএফপি




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD