বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন




বাবরদের মোটিভেশনের দরকার নেই: পাকিস্তান কোচ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৯ জুন, ২০২৪ ১১:১৭ am
cricket-pak cricket pak pakistan cricket board logo pcb Pakistan Pak national cricket team পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল Cricket-Pakistan
file pic

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক পরাজয়ের পর পাকিস্তান দল এবার ভারতের মুখোমুখি হতে চলেছে। এমন অবস্থায় সবার মধ্যেই প্রশ্ন উঠছে—কীভাবে বাবর আজমরা নিজেদের অনুপ্রাণিত করবে। এ বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন পাকিস্তানের প্রধান কোচ গ্যারি কার্স্টেন। তিনি বিশ্বাস করেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য পাকিস্তান দল সম্পূর্ণভাবে অনুপ্রাণিত হয়ে রয়েছে। তাদের বাড়তি মোটিভেশনের কোনো দরকার নেই।

রোববার নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তানের ম্যাচের আগে টুর্নামেন্টে হতাশাজনক শুরু করেছে টিম বাবর আজম। পাকিস্তান সুপার ওভারে যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়।

গ্যারি কার্স্টেন বলেন, ‘এটি একটি বড় খেলা, ভারতের বিপক্ষে নামার আগে পাকিস্তান দলকে বাড়তি অনুপ্রাণিত করার দরকার নেই।’ পাকিস্তান দলের সীমিত ওভারের কোচ হিসেবে যোগ দেওয়া কার্স্টেন আরও বলেন, ‘আমাদের শেষ কয়েক দিনের কথা ভুলে যেতে হবে এবং শুধু এগিয়ে যেতে হবে, এটিই একমাত্র উপায়।’

বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচসহ এখন পর্যন্ত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছে ভারত। দুটি ম্যাচেই সাফল্য পেয়েছে তারা। এদিকে পাকিস্তানের বিপক্ষে নামার আগে এই মাঠ সম্পর্কে যথেষ্ট ধারণা তৈরি করেছে টিম ইন্ডিয়া। অন্যদিকে পাকিস্তান এ টুর্নামেন্টে নাসাউ কাউন্টি স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। কার্স্টেন এটাকে ভারতের সুবিধা হিসেবে দেখতে অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘এ বিষয়ে আমি নিশ্চিত নই। কারণ আমি ভবিষ্যদ্বাণী করতে পারি না যে কী ঘটতে চলেছে। আমি জানি না ওদের এটি সুবিধা হবে কিনা।’ কার্স্টেন মনে করেন, ভারতকে চ্যালেঞ্জ জানাতে হলে পাকিস্তানকে দলগত প্রচেষ্টা করতে হবে। তিনি বলেন, ‘একজন খেলোয়াড়ের পক্ষে ম্যাচ জেতানোটা ততই সহজ নয়। তারা (পাকিস্তানের খেলোয়াড়রা) তাদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো— আমরা একটি দল হিসেবে কাজ করব। হ্যাঁ, আমাদের ভালো পারফরম্যান্স করার জন্য ব্যক্তিদের প্রয়োজন। কিন্তু এ ধরনের খেলায় একটি দলগত প্রচেষ্টার প্রয়োজন হয়। এটি একটি বড় খেলা।’

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের কথা ভুলে যেতে চান পাকিস্তানের কোচ। তিনি বলেন, ‘দুদিন আগের কথা ভুলে যান। আমরা এটাকে ফিরিয়ে আনতে পারব না। যা চলে গেছে তা গেছে, তাই আমরা এগিয়ে যেতে চাই।’
পাকিস্তান দল নিজেদের বোলিং শক্তি দিয়েই ভারতকে আটকাতে চায়। এ বিষয়ে গ্যারি কার্স্টেন বলেন, ‘এটি অবশ্যই আমাদের একটি শক্তি। আমরা আমাদের দলের ভারসাম্য রেখে খেলতে চাই। মাঠে নামার আগে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে স্পিন বিকল্প, ভালো সিম বিকল্প এবং একটি গভীর ব্যাটিং লাইন আছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD