বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন




বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নেই বাবর রিজওয়ান ও আফ্রিদি!

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪ ১১:২১ am
Pakistan national cricket team পাকিস্তান

গ্রুপপর্ব থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ পাকিস্তানের। কঠিন সমালোচনার মুখে থাকা দলটির পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে। আগস্টে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে বিশ্রামে দেওয়া হতে পারে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে।

বুধবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে জিও সুপার। এই সিরিজটি ২০২৩-২০২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।

বাংলাদেশ সিরিজের দল নির্বাচন নিয়ে নির্বাচকদের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ, কোচ জেসন গিলেস্পি। এই সিরিজে বিবেচনায় না থাকতে পারেন পেসার হারিস রউফও।

জিও সুপারের প্রতিবেদন মতে, পাকিস্তানের টেস্ট দলে পুনরায় ফিরতে পারেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ দলে ছিলেন সরফরাজ। ব্যাটসম্যানদের মধ্যে বিবেচনায় আছেন সৌদ শাকিল, আবদুল্লাহ শাফিক, সালমান আলি আগা।

শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে দলে ফিরতে পারেন নাসিম শাহ। এছাড়া বোলিং আক্রমণে দেখা যেতে পারে আমের জামাল, শাহনাওয়াজ দাহানি, মীর হামজা এবং খুররাম শাহজাদকে।

আসন্ন বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান টেস্ট দলের প্রথম এ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে গিলেস্পির। আর অধিনায়ক শান মাসুদের এটি দ্বিতীয় সিরিজ। গত বছরের ডিসেম্বরে তার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয় পাকিস্তান। এবার বাংলাদেশ সিরিজ দিয়ে পাকিস্তান ইমেজ পুনরুদ্ধার করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD