বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০১:০০ অপরাহ্ন




মির্জা হয়ে আসছেন মোশাররফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ ১১:২২ am
K M Mosharraf Hossain Mosharraf Karim actor কে এম মোশাররফ করিম অভিনেতা
file pic

সাত বোনের এক ভাই। সাদামাটা চলাফেরা। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করে। এমন গল্পেই এক গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

সিরিজটিতে তার বিপরীতে অভিনয় করছেন পারশা ইভানা। এই ওয়েব ফিল্মের মাধ্যমেই প্রথমবার মোশাররফ করিমের বিপরীতে কাজ করছেন তিনি। চলতি সপ্তাহেই ঢাকায় ‘মির্জা’র শুটিং শুরু হবে। প্রচার হবে ওটিটি প্ল্যাটফরম বঙ্গ বিডিতে। প্রতিষ্ঠানটির প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু আপাতত কনটেন্টটি নিয়ে খোলাসা করে কিছু জানাতে চাইলেন না।

শুধু বললেন, দেশের বর্তমান অবস্থার কথা তো সবাই জানেন। নতুনভাবে নতুন স্বপ্ন নিয়ে দেশ এগিয়ে চলছে। আমরাও নতুন উদ্যমে শুটিং শুরু করতে যাচ্ছি। শিগগিরই কাজগুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে সব জানাবো। ওটিটি সিরিজ ‘মহানগর’-এ অভিনয় করে হইচই ফেলে দিয়েছিলেন মোশাররফ করিম। যে সিরিজটির দু’টি সিজন প্রচার হয়েছে। সিরিজটির গল্প দেশের সাম্প্রতিক পরিস্থিতিও ফের আলোচনায় এনে দিয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD